শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ, জরিমানা ৫৫ হাজার টাকা

Nov 12, 2025 - 00:05
 0
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ, জরিমানা ৫৫ হাজার টাকা

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন পাঁচ্চর গোলচত্তরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে কাগজপত্রজনিত অনিয়মের দায়ে বিভিন্ন যানবাহনের মালিক-চালকদের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।

এসময় দুটি ট্রাক ও ১৫টি মোটরসাইকেলের কাগজপত্রে অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত ৫৫ হাজার টাকা জরিমানা করেন। পরে দুটি নোহা গাড়ি তল্লাশি করতে গিয়ে ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি পাওয়া যায়। জব্দ করা অস্ত্রগুলো পরবর্তীতে শিবচর থানায় হস্তান্তর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন,সাধারণ জনগণ নিরাপদে চলাচল এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। যাদের বৈধ কাগজপত্র নেই কিংবা যারা আইন অমান্য করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা অস্ত্র থানায় পাঠানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন,জব্দ করা শটগান দুটির লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাইয়ের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


অভিযানে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন এবং পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক বার্তাও বিতরণ করেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0