মাদারীপুরের তিন সংসদীয় আসনে মনোনয়ন দাখিল সম্পন্ন, মাঠে স্বতন্ত্র ও দলীয় মিলিয়ে ২৭ প্রার্থী, উৎসবমুখর পরিবেশে শেষ হলো মনোনয়ন দাখিল

Dec 30, 2025 - 14:42
 0
মাদারীপুরের তিন সংসদীয় আসনে মনোনয়ন দাখিল সম্পন্ন, মাঠে স্বতন্ত্র ও দলীয় মিলিয়ে ২৭ প্রার্থী, উৎসবমুখর পরিবেশে শেষ হলো মনোনয়ন দাখিল
মাদারীপুরের তিন সংসদীয় আসনে মনোনয়ন দাখিল সম্পন্ন, মাঠে স্বতন্ত্র ও দলীয় মিলিয়ে ২৭ প্রার্থী, উৎসবমুখর পরিবেশে শেষ হলো মনোনয়ন দাখিল
মাদারীপুরের তিন সংসদীয় আসনে মনোনয়ন দাখিল সম্পন্ন, মাঠে স্বতন্ত্র ও দলীয় মিলিয়ে ২৭ প্রার্থী, উৎসবমুখর পরিবেশে শেষ হলো মনোনয়ন দাখিল
মাদারীপুরের তিন সংসদীয় আসনে মনোনয়ন দাখিল সম্পন্ন, মাঠে স্বতন্ত্র ও দলীয় মিলিয়ে ২৭ প্রার্থী, উৎসবমুখর পরিবেশে শেষ হলো মনোনয়ন দাখিল
শিবচর ডটকম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মাদারীপুর-১ (শিবচর), মাদারীপুর-২ (সদর ও রাজৈর) এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদর আংশিক) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ উপজেলা ও জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। 
এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রশাসন ও রাজনৈতিক সংশ্লিষ্টরা। মাদারীপুর-১ (শিবচর) আসনে ১১ জন প্রার্থী এই আসনে সর্বাধিক সংখ্যক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন মোঃ ইমরান হাসান ( স্বতন্ত্র) নাদিরা আক্তার - বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ,আবদুল আলী ( বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),
মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (জাতীয় পার্টি),সাইদ উদ্দিন আহমদ হানজালা-(বাংলাদেশ খেলাফত মজলিস),সাজ্জাদ হোসেন সিদ্দিকী(স্বতন্ত্র),
আকরাম হোসাইন( ইসলামী আন্দোলন বাংলাদেশ),
কামাল জামান মোল্লা( স্বতন্ত্র)
রাজিব মোল্লা-গণ অধিকার পরিষদ (জিওপি),মোঃ হাবিবুর রহমান -(বাংলাদেশ লেবার পার্টি)
মোঃ সরোয়ার হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী),
মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনে ১০ জন প্রার্থী
এই আসনেও দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা হলেন-আব্দুস সোবাহান (বাংলাদেশ খেলাফত মজলিস),মোঃ জাহান্দার আলী মিয়া (বিএনপি)
মোহাম্মদ দিদার হোসেন(বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), মিল্টন বৈদ্য (স্বতন্ত্র),
শহিদুল ইসলাম খান ( স্বতন্ত্র),
মুঃ কামরুল ইসলাম সাদ্দাম(স্বতন্ত্র),আলী আহমদ চৌধুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মোঃ রেয়াজুল ইসলাম (স্বতন্ত্র),সুরঞ্জন চন্দ্র মজুমদার( বাংলাদেশ কল্যাণ পার্টি),মোঃ মহিদুল ইসলাম( জাতীয় পার্টি), মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদর আংশিক) আসনে ৬ জন,প্রার্থী এই আসনে তুলনামূলক কম হলেও রাজনৈতিক বৈচিত্র্য রয়েছে। মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন আনিছুর রহমান (বিএনপি),মোঃ রফিকুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী),
নিতাই চক্রবর্তী-বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি),মোঃ আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ),আসাদুজ্জামান (স্বতন্ত্র) ,আমিনুল ইসলাম -বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ),যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম,নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে মাদারীপুরের রাজনৈতিক অঙ্গন ইতোমধ্যেই সরব হয়ে উঠেছে। ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে এবং নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0