শিবচর ডটকম:
মাদারীপুরে ইয়াবা ও হিরোইনসহ জেলার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি পল্টু আকাশ ওরফে আকাশ ফকির (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত (২৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়,মাদারীপুর সদর থানাধীন পশ্চিম রাস্তি এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে মাদক কেনাবেচায় জড়িত রয়েছে পল্টু আকাশ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর মাদারীপুর জেলা পুলিশের চৌকস টিম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পল্টু আকাশ ভাড়া বাসার ছাদের টিন কেটে পালানোর চেষ্টা চালায়। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট,১০০ পুরিয়া (১০ গ্রাম) হিরোইন, মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পল্টু আকাশের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে, বিশেষ ক্ষমতা আইন এবং একাধিক মাদক মামলাসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
গ্রেফতারকৃত পল্টু আকাশ পশ্চিম রাস্তি এলাকার মৃত পল্টু ফকির ও আকলিমা বেগমের পুত্র। এর আগেও বিভিন্ন সময়ে ডিবি ও থানা পুলিশের অভিযানে সে গ্রেফতার হয়ে কারাভোগ করেছে। ইয়াবা ও হিরোইন বহন ও বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জাহাঙ্গীর আলম ,অতিরিক্ত পুলিশ সুপার,ক্রাইম অ্যান্ড অপস্, মাদারীপুর।