শিবচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডেস্ক রিপোর্টঃ মাদারীপুর-১ (শিবচর) উপজেলা যুবদলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে একাত্তর সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তর সড়কের জামে মসজিদের সামনে এসে শেষ হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও ধানের শীষ প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী শাহিন গোমস্তা, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব প্রার্থী জসিম উদ্দিন মৃধা, আর পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন মোঃ তানভীর হাসান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, যুবদল নেতা মোঃ জামাল,পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইয়েদ হাসান শিহাব,সহ শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, “স্বৈরাচারী সরকারের দোসররা যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের ঐক্যই বিএনপির শক্তি। ধানের শীষের বিজয়ের জন্য এখন থেকেই ভোটের মাঠে কাজ করতে হবে,ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?