মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

Nov 18, 2024 - 23:08
 0  16
মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক শিবচর উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লার গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে করেছেন জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি। শনিবার সকালে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শাহিন মোল্লা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত। এই বিষয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য মো. শাহজালাল হোসেন তার এই সকল অপকর্মে বাধা দেয় এবং এর সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করে। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৮ অক্টোবর শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামের শিকদার বাড়ির সামনে একটি চায়ের দোকানে শাহজালালের উপরে হামলা করে। এসময় শাহিন মোল্লা ও তার সহযোগী আরসালান হোসেন ওরফে খোকন মোল্লা হত্যার উদ্দেশ্যে ছুড়ি, চাকু ও রানদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে শাহিন মোল্লা ও তার লোকজনেরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরে এই ঘটনা লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে শিবচর থানায় শাহিন, খোকন, সাইদুর, হামজা, রহিমসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে মামলায় কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনার হামলায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মাদারীপুর জেলার সভাপতি অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো.মিরাজ হোসেনসহ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow