মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ আহত ৩
মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় এক ইন্দোনেশীয় নিহত ও দুই বাংলাদেশিসহ ৩ জন আহত হয়েছেন। আহত অপর শ্রমিক ইন্দোনেশিয়ার নাগরিক।
মঙ্গলবার সকালে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ২ বাংলাদেশি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর নির্মাণ প্রকল্পের কাজ স্থগিত করতে নোটিশ দিয়েছে সেদেশের কর্তৃপক্ষ।