বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান। একসময় গানের জগতে জনপ্রিয় থাকলেও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'যদি একদিন' ছবির মাধ্যমে অভিনয়ের জগতে নাম লিখিয়েছেন তিনি। তবে এ ছবির নায়িকা নিয়ে প্রথমে মুখ না খুললেও বৃহস্পতিবার সন্ধ্যায় নায়িকার নাম প্রকাশ করেন রাজ। নায়িকা আর কেউ নন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী। ছবিতে তার চরিত্রের নাম অরিত্রী। ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসবেন তিনি। এরই মধ্যে তার ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 'যদি একদিন' ছবির শুটিং হবে বাংলাদেশে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি 'যদি একদিন'। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে আরো চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। এ ছবির চিত্রনাট্য লিখছেন মোস্তফা কামাল রাজ ও আসাদ জামান।
এর আগে শ্রাবন্তী সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন শিকারি ছবিতে। যা রেকর্ড পরিমাণ আয় করেছিলো বলে জানা গেছে।